ডেস্ক রিপোর্ট

১৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৮ পূর্বাহ্ণ

কিশোরীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৪, ২০২৩ ১২:৫৮ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় কিশোরীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে এবং সকল অপরাধীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলার উদ্যোগে সাতমাথায় মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলা সভাপতি অ্যাড. দিলরুবা নূরী, সমাবেশে উপস্থিত ছিলেন বাসদ বগুড়া জেলা আহŸায়ক অ্যাড. সাইফুল ইসলাম পল্টু, বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা সহ-সভাপতি রাধা রানী বর্মন, অর্থ সম্পাদক নিয়তি সরকার নিতু প্রমুখ।

সমাবেশে সভাপতির বক্তব্যে অ্যাড. দিলরুবা নূরী শিবগঞ্জের এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে তীব্র নিন্দা জ্ঞাপন করেন। তিনি বলেন, “এই ঘটনাই প্রমাণ করে নারীর নিরাপত্তা না ঘরে আছে না বাইরে আছে। মেয়েটি তার নিজের বাড়িতে ছিল, তারপরও রেহাই পায়নি। নিজ ঘরও তাকে নিরাপত্তা দিতে পারেনি। যারা বলে মেয়েদের দোষে মেয়েরা নির্যাতিত হয়, ধর্ষিত হয়, তাদের জিজ্ঞাসা করা দরকার এই মেয়েটিতো নিজ বাড়িতে ছিল। বাস্তবে নারীর প্রতি ভোগ্য মানসিকতা এবং অধস্তন মানসিকতা দূর না করে, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে ধর্ষণ মহামারী রূপেই সমাজে বিরাজ করবে। মানবসভ্যতা রক্ষা করতে হলে এই ধর্ষণ মানসিকতা দূরীভূত করা জরুরী। বিচারহীনতার অপসংস্কৃতি বন্ধ করে অপরাধীদের শাস্তির আওতায় শাস্তি নিশ্চিত করতে হবে।”

অন্যান্য নেতৃবৃন্দ বলেন, গত ৮ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার একা বাড়িতে ছিল ১৭ বছর বয়সী ঐ কিশোরী । ধর্ষণের পরে কিশোরী অচেতন হয়ে পড়লে ধর্ষক শরীরে আগুন লাগিয়ে পালিয়ে যায় আর আগুনের তাপে কিশোরীর জ্ঞান ফিরলে প্রতিবেশীরা ঘটনা জেনে তারা তাকে হাসপাতালে ভর্তি করে এবং প্রধান আসামীকে এলাকাবাসী ধরে পুলিশে দেয়। কিন্তু অপরাপর আসামী এখনো গ্রেফতার হয়নি। বগুড়ায় আইন-শৃংঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। নারী নির্যাতনের ভয়াবহতার ধরণ বেড়েই চলছে । কতভাবে যে নারীর প্রতি সহিংসতা ঘটানো হচ্ছে! কিন্তু অপরাধীরা বরাবরের মতোই পার পেয়ে যায় বিচারের হাত থেকে। আর এই বিচারহীনতার অপসংস্কৃতি দিন দিন নারী নির্যাতনকে বাড়িয়ে চলেছে। টাকা আর ক্ষমতার দাপটে অপরাধী পার পেয়ে যায় আর ভুক্তভোগীরা ভয়, আতঙ্ক আর অসহায়ভাবে দিনাতিপাত করে। নারীর নিরাপত্তা না ঘরে আছে না কর্মস্থলে আছে না রাস্তায় আছে। একদিকে নারীর নিরাপত্তাহীনতা অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি, রাজনৈতিক ফ্যাসিবাদীরূপ নারীর উপর নিপীড়নকে তরান্বিত করে।

বাংলাদেশের জনগণকেই এই দুর্বিসহ অবস্থার পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। নেতৃবৃন্দ এই পরিস্থিতিতে চরম উদ্বিগ্নতা প্রকাশ করেছেন এবং অবিলম্বে বগুড়ার নাগরিক জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে বগুড়া জেলার আইন-শৃংঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সকল অপরাধীদের দ্রæত গ্রেফতার নিশ্চিত করতে আইন-শৃংঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান।

নেতৃবৃন্দ এই পরিস্থিতির পরিবর্তনে সামাজিক ও গণপ্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহŸান জানান। সেইসাথে অবিলম্বে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার এই কিশোরী ধর্ষণ ও শরীরে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় দোষী সকল আসামীর গ্রেফতার, বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শেয়ার করুন