ডেস্ক রিপোর্ট
১৭ মে ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক: বৈশ্বিক চলচ্চিত্রের সম্মানজনক আসর কান চলচ্চিত্র উৎসব। কান উৎসবের ৭৭তম আসরে গিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
এই অভিনেত্রীর প্রিয় পাখি কাক। তাই কাকের সঙ্গে ভাবনার সখ্যের খবরও কমবেশি সবাই জানেন। এবার কানের লালগালিচায় কাক থিমে নকশা করা পোশাক পরে সবাইকে চমকে দিলেন এই অভিনেত্রী।
ভাবনার বাড়ির বারান্দা ও ছাদে কাকের অবাধ আনাগোনা রয়েছে। তাদের জন্য আছে খাবারের বিশেষ ব্যবস্থাও।
তবে কাকেরা ভাবনার মনের কতটা জুড়ে রয়েছে, সেটি প্রমাণ করলেন বৈশ্বিক চলচ্চিত্রের জাঁকজমকপূর্ণ আসরেও। প্রিয় পাখি বা ঢাকার কাকদের নিয়ে ভাবনা চলে গেলেন কানের লালগালিচায়।
‘কাক’ ডিজাইন পোশাক পরে কান উৎসবের রেড কার্পেটে হাজির হয়েছেন ভাবনা। সামাজিক মাধ্যম ফেসবুকে সেই সময়ের ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী।
যদিও কোনো চলচ্চিত্রের ব্যানারে নয়, নিজ উদ্যোগেই সেখানে গিয়েছেন ভাবনা। উৎসবে প্রিয় পাখি কাক থিমে পোশাক পরে লালগালিচায় হেঁটেছেন ভাবনাও।
ফেসবুকে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘কাকদের সঙ্গে করে আমি কান উৎসবে নিয়ে এসেছি।’ ভাবনার ছবিগুলো দ্রুতগতিতে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। ইতিবাচক মন্তব্যে ভরে গেছে কমেন্ট বক্স।
‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে অভিষেক হয় ভাবনার। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। পাশাপাশি মডেলিং ও নাটকে অভিনয় করেও জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী। নিজের লেখা বইও প্রকাশ করেছেন ভাবনা। আঁকাআঁকিতেও ঝোঁক আছে তাঁর।