ডেস্ক রিপোর্ট
২১ নভেম্বর ২০২৩, ১২:৪৯ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, কেউ নির্বাচনে না এলে তাদের আনার দায়িত্ব সরকারের কিংবা আওয়ামী লীগের নয়। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, সেটি তাদের একান্ত নিজস্ব ব্যাপার।
বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে কি না, এমন প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
বিএনপির সঙ্গে সংলাপ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, নির্বাচন প্রতিহত করার কথা বলে জনজীবনে অশান্তি, রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করা, গাড়ি পোড়ানো—এগুলো কোনো রাজনৈতিক দলের কাজ নয়, এগুলো দুষ্কৃতকারীদের কাজ। আর যারা এভাবে গাড়িতে আগুন দেয় এবং নেতাদের কাছে সেই ভিডিও পাঠায়, আর নেতারা বলে, আগুন দিলে প্রমোশন হবে, তাদের সঙ্গে সংলাপ হতে পারে কি, তা নিয়ে আপনাদের বিবেক কী বলে?
আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে, তাতে বিএনপির নির্বাচন বর্জনের ডাক ঢাকা পড়ে গেছে বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।
গত ৪৮ ঘণ্টায় ১৮টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘এগুলো কোনো রাজনৈতিক দলের কাজ তো নয়ই, এগুলো জঘন্য সন্ত্রাসী, দেশবিরোধী অপতৎপরতা। এরা দেশ ও সমাজের শত্রুতে রূপান্তরিত হয়েছে। শুধু যারা গাড়ি-সম্পত্তি পোড়াচ্ছে তারাই নয়, যিনি কর্মসূচি ঘোষণা করছেন, তিনি এবং ওই নেতারা সবাই দুষ্কৃতকারী। আমরা এই আগুন সন্ত্রাসীদের নির্মূল করতে বদ্ধপরিকর।
যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রয়োগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠ মিত্র। আমাদের সাথে যুক্তরাষ্ট্রের অত্যন্ত চমৎকার বহুমাত্রিক সম্পর্ক। ভিসানীতি ঘোষণার সময় বলা হয়েছে যারা নির্বাচনে বাধা দেবে, তাদের বিরুদ্ধে এটি প্রয়োগ করা হতে পারে। এখন যারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, আগুন সন্ত্রাস চালাচ্ছে, তাদের বিরুদ্ধে এই নীতি প্রয়োগ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র চিন্তাভাবনা করবে, ব্যবস্থা গ্রহণ করবে, এটিই আমাদের প্রত্যাশা।