ডেস্ক রিপোর্ট
২৮ আগস্ট ২০২৩, ১০:২৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, প্রস্তাবিত সাইবার সিকিউরিটি অ্যাক্ট-২০২৩ বাতিল, নিত্যপণ্যের দাম কমানো, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে আজ ২৮ আগস্ট ২০২৩ সোমবার সন্ধ্যা ৭টায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজদিঘির পাড় বাজারে বাম গণতান্ত্রিক জোট কমলগঞ্জ উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রবীন নেতা এনামুল হকের এর সভাপতিত্বে এবং বাংলাদেশ কৃষক সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত দেবনাথ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহর লাল দত্ত, জেলা সদস্য আহমেদ সিরাজ, সিপিবি কমলগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা সদস্য বিশ্বজিৎ নন্দী প্রমুখ নেতৃবৃন্দ।