ডেস্ক রিপোর্ট

১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৪ পূর্বাহ্ণ

কমরেড নিখিল দাসের মায়ের মৃত্যুতে বাসদ কেন্দ্রীয় কমিটির শোক

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৫, ২০২৩ ১২:৪৪ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ ১৪ সেপ্টেম্বর সংবাদপত্রে প্রকাশার্থে দেয়া এক বিবৃতিতে বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড নিখিল দাস এর মা শ্রীমতি নন্দ রানী দাসের মৃত্যুতে বিনম্র শ্রদ্ধায় গভীর শোক প্রকাশ করছেন।

বিবৃতিতে তিনি কমরেড নিখিল দাস এর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ শোকাহত সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন তাঁর মৃত্যুতে বাসদ পরিবার দলের একজন আপনজন ও দরদীকে হারালো।

উল্লেখ্য, শতবর্ষী শ্রীমতি নন্দ রানী দাস আজ ১৪ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ১২টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসগৃহে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবত শয্যাশায়ী ছিলেন এবং বাতের ব্যাথাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভোগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর।

শেয়ার করুন