ডেস্ক রিপোর্ট

২১ নভেম্বর ২০২৩, ১১:৩৩ অপরাহ্ণ

কঙ্গোতে সৈন্য নিয়োগের পরীক্ষার সময় পদদলন, নিহত ৩৭

আপডেট টাইম : নভেম্বর ২১, ২০২৩ ১১:৩৩ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক: সেনাবাহিনীর নিয়োগ পরীক্ষার রেজিস্ট্রেশন করতে গিয়ে কঙ্গোতে পদদলিত হয়ে ৩৭ জন তরুণের মৃত্যু হয়েছে। রাজধানী ব্রাজাভিলের একটি স্টেডিয়ামে স্থানীয় সময় সোমবার (২০ নভেম্বর) রাতে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেনাবাহিনীর নিয়োগ পরীক্ষার রেজিস্ট্রেশনের জন্য স্টেডিয়ামের বাইরে হাজার হাজার তরুণ জড়ো হয়েছিলেন। তাদের মধ্যে অনেকে জোর করে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন। আর তখনই পদদলনের ঘটনা ঘটে।

এতে ৩৭ জন নিহত হওয়া ছাড়াও অসংখ্য মানুষ আহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সরকার।

গত সপ্তাহে সেনাবাহিনী ঘোষণা দেয় তারা ১৮ থেকে ২৫ বছর বয়সী ১ হাজার ৫০০ তরুণকে নিয়োগ দেবে। এরপর সেটির রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, নিয়োগ কেন্দ্রগুলোতে প্রতিদিন প্রায় ৭০০ জন চাকরি প্রত্যাশী রেজিস্ট্রেশন করছিলেন।

বর্তমানে কঙ্গোতে তরুণদের মধ্যে ৪২ শতাংশই বেকার। অনেক তরুণ মনে করেন সেনাবাহিনীতেই তারা হয়ত চাকরি পেতে পারেন।

সোমবার রাতে মিচেল ডি’ওরনানো স্টেডিয়ামে ঠিক কি ঘটেছিল সেটি এখনো পুরোপুরি স্পষ্ট নয়।

স্থানীয় কয়েকটি সূত্র ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছে, মঙ্গলবার সকালে ওই স্টেডিয়ামটিতে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এর আগের দিন থেকেই তরুণরা স্টেডিয়ামের বাইরে জড়ো হয়ে যান।

ব্র্যান্ডন তেসেতো নামের একজন গ্র্যাজুয়েট, যিনি পদদলন থেকে বেঁচে গেছেন, তিনি জানিয়েছেন, রেজিস্ট্রেশনের জন্য সোমবার সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি।

ব্র্যান্ডন এপিকে বলেছেন, ‘আয়োজকদের তথ্য অনুযায়ী, এটি ছিল রেজিস্ট্রেশনের শেষ দিন। এ কারণে আমরা অনেকে মধ্যরাত পর্যন্ত অপেক্ষার সিদ্ধান্ত নেই, আশা করেছিলাম রেজিস্ট্রেশন করব।’

তিনি আরও বলেছেন, ‘অনেকে এতটাই অধৈর্য্য হন যে তারা জোর করে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন। এতে পদদলনের ঘটনা ঘটে। এতে অনেক নিহত ও আহত হন। আমরা এ ঘটনায় মর্মাহত।’

সূত্র: বিবিসি

শেয়ার করুন