ডেস্ক রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম। এ দফায় ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৪৪ টাকা দাম বাড়ছে। এর ফলে ভালো মানের, অর্থাৎ হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকায়। সোনার এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, অর্থাৎ এটি দামের নতুন রেকর্ড।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বুধবার রাতে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দর আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। এর আগে গতকাল, অর্থাৎ মঙ্গলবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে ১ লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকায় উঠেছিল। যদিও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। হলমার্ক করা ২২ ক্যারেট রুপার ভরিপ্রতি দাম ২ হাজার ১০০ টাকাই থাকছে।
জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট সোনার ভরি আগামীকাল থেকে বেড়ে হবে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা। একইভাবে দাম বাড়ার পর হলমার্ক করা ২১ ক্যারেট ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ৯৩ হাজার ১৬০ টাকায় দাঁড়াবে।
আজ পর্যন্ত ২২ ক্যারেট সোনার ভরি ছিল ১ লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ১ লাখ ২৯ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ১০ হাজার ৯৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ছিল ৯১ হাজার ৩৮ টাকা। তার মানে আগামীকাল থেকে ২২ ক্যারেট মানের প্রতি ভরির দাম ৩ হাজার ৪৪ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৮৯৩ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৪৯৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় দাম বাড়ছে ২ হাজার ১২২ টাকা।
এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে চার দফায় সোনার দাম বাড়ল। চলতি মাসের ১৪, ২১, ২৪ ও ২৫ তারিখ—এই চার দফায় ভরিপ্রতি সর্বোচ্চ ১০ হাজার ৭৬৬ টাকা দাম বেড়েছে।
এদিকে বিশ্ববাজারে প্রথমবারের মতো প্রতি আউন্স (৩১ দশমিক ১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ২ হাজার ৬০০ মার্কিন ডলার ছাড়িয়েছে। এ পর্যায়ে সোনার মূল্যবৃদ্ধির মূল কারণ যুক্তরাষ্ট্রে সুদের হার হ্রাস ও মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা।