ডেস্ক রিপোর্ট

৭ জানুয়ারি ২০২৪, ৬:৪১ অপরাহ্ণ

একতরফা প্রহসনের ভোট বর্জন করায় দেশবাসীকে বাসদের অভিনন্দন

আপডেট টাইম : জানুয়ারি ৭, ২০২৪ ৬:৪১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ৭ জানুয়ারি ২০২৪ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে একতরফা প্রহসনের ভোট বর্জন করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠায় অবিলম্বে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন জোরদার করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, বাসদ ও বাম গণতান্ত্রিক জোট ৭ জানুয়ারি নির্বাচনের নামে প্রহসনের নাটকে অংশগ্রহণ না করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন। সেই আহ্বানে সাড়া দিয়ে জনগণ ভোট কেন্দ্রে না গিয়ে এই প্রহসনের নির্বাচনী নাটককে প্রত্যাখ্যান করেছে। ‘আমি আর ডামি’র এই নির্বাচনে সামাজিক সুরক্ষা কার্ড বাতিলের হুমকি ও নগদ টাকার প্রলোভন দিয়েও ভোটার উপস্থিত করতে সরকার ও আজ্ঞাবহ নির্বাচন কমিশন সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে। গণদাবি ও জনমত উপেক্ষা করে একতরফা নির্বাচনের নামে সরকার যে তামাশার জন্ম দিয়েছে, তা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

তিনি এই প্রহসনের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে আরো বলেন, ভোট বর্জনের গণরায় মেনে নিয়ে সরকারের উচিত অবিলম্বে পদত্যাগ করে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা। একই সাথে ভোট ও গণতন্ত্রের দাবিতে রাজপথের আন্দোলনকে নতুনমাত্রায় জোরদার করার জন্য দেশাবসীর প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান।

বিবৃতিতে তিনি জনমত উপেক্ষা করে ফ্যাসিবাদী সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন প্রহসনের নির্বাচনী নাটক মঞ্চস্থ করায় গণবিরোধী এই হাবিবুল আউয়াল কমিশনেরও পদত্যাগ দাবি করেন।

শেয়ার করুন