ডেস্ক রিপোর্ট

২ জুন ২০২৩, ১২:১৪ পূর্বাহ্ণ

এই বাজেট সাধারণ মানুষের জীবনকে আরও বিপর্যস্ত করবে: সিপিবি

আপডেট টাইম : জুন ২, ২০২৩ ১২:১৪ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের জীবনকে আরও বিপর্যস্ত করে তুলবে বলে মনে করছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ দাবি করেছেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স)।

বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। বাজেটে দুর্নীতি ও বৈষম্য থেকে মুক্তির দিকনির্দেশনা নেই, বরং জনগণের কাঁধে নানাভাবে করের বোঝা চাপবে, যা সাধারণ মানুষের জীবনকে আরও বিপর্যস্ত করে তুলবে।

বিবৃতিতে এই বাজেট প্রত্যাখ্যান করে বলা হয়েছে, ‘মুক্তিযুদ্ধের চেতনা ও ধারায় এ বাজেট প্রণীত হয়নি। অর্থনৈতিক ক্ষেত্রে সংবিধানের নির্দেশনা মানা হয়নি। মুক্তবাজারের নামে লুটপাটের ধারা আমাদের সংবিধান অনুমোদন দেয় না, অথচ ওই ধারায় বাজেট প্রণীত হয়েছে। এ বাজেট আমলা ও লুটেরানির্ভর। এটা প্রণয়নে জনগণের মতামত গ্রহণ করা হয়নি। বাজেটের ঘাটতি পূরণের জন্য সাধারণ মানুষ, মধ্যবিত্তের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষ করের বোঝা চাপানো হবে। এই বাজেট আয়বৈষম্য, সম্পদবৈষম্য, খাদ্য-শিক্ষা-স্বাস্থ্যবৈষম্য, আঞ্চলিক বৈষম্য দূর করতে কোনো ভূমিকা নেবে না,Ñবরং বৈষম্য আরও বাড়াবে।’

সিপিবির নেতারা বলেছেন, বাজেটে রাষ্ট্রীয় উদ্যোগে খাদ্যপণ্য মজুত, রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু, জাতীয় ন্যূনতম মজুরি ও হতদরিদ্র-কর্মহীনদের নগদ সহায়তার নির্দেশনা নেই, যা বর্তমান সংকটকালে মানুষকে বাঁচাতে ও অর্থনীতির চাকা সচল রাখতে জরুরি।

বাজেটে পাচারের টাকা ফেরত আনা ও খেলাপি ঋণ উদ্ধারে বিশেষ নির্দেশনা না থাকায় ক্ষোভ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়েছে, সাধারণ মানুষের উপার্জিত অর্থই লুট হয়ে যাচ্ছে, অথচ এটি উদ্ধারে কোনো ভূমিকা নেই।

শেয়ার করুন