ডেস্ক রিপোর্ট
১২ অক্টোবর ২০২৪, ১০:১০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক : উদীচী সিলেট জেলা শাখার সভাপতি, সিপিবি নেতা এনায়েত হাসান মানিক এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র এর আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা।
শনিবার (১১ অক্টোবর) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বলেন, এনায়েত হাসান মানিক গণ মানুষের মুক্তির পরিপূরক সাংস্কৃতিক আন্দোলনের নিবেদিত সাংস্কৃতিক কর্মী। নির্মোহ-নির্লোভ চরিত্রের অধিকারী এনায়েত হাসান মানিক এর মৃত্যু সমাজ প্রগতিশীল-গণতান্ত্রিক আন্দোলনের অপূরণীয় ক্ষতি। নেতৃবৃন্দ,এনায়েত হাসান মানিক এর মৃত্যুতে তাঁর শোকাহত পরিবার, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে এনায়েত হাসান মানিক এর মরদেহ সন্ধ্যা ৭টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে বাসদ ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখার পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উল্লেখ্য উদীচী সিলেট জেলা শাখার সভাপতি এনায়েত হাসান মানিক ১১ অক্টোবর শনিবার ৭.৪৫ মিঃ ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।