ডেস্ক রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৪, ১০:৩১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: স্বপ্ন পূরণের একদম কাছাকাছি সানজিদা আক্তার। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের এই রাইট উইঙ্গার অপেক্ষায় ইন্ডিয়ান উইমেন্স লিগে অভিষেকের। তার দল ইস্টবেঙ্গলের পরের ম্যাচ ঘরের মাঠে মঙ্গলবার। প্রতিপক্ষ স্পোর্টস ওড়িশা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।
এ ম্যাচে মাঠে নামার সুযোগ পেলেই ওয়াসিম ইকবাল, শেখ মোহাম্মদ আসলাম, মোনেম মুন্নাদের পর কোনো বাংলাদেশি ফুটবলারের ইস্টবেঙ্গলে খেলার ইতিহাস তৈরি হবে।
বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে ঐতিহ্যবাহী এই ক্লাবে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের ফুটবলের পোস্টারগার্ল সানজিদার। তিনি ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে প্রথম বিদেশি নারী ফুটবলার।
চলতি ভারতীয় নারী ফুটবল লিগে খেলছেন বাংলাদেশের দুই ফুটবলার। অন্যজন সাবিনা খাতুন। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক খেলেছেন কর্নাটকের দল কিকস্টার্টে।
এরই মধ্যে দুই ম্যাচ খেলা হয়ে গেছে তার। সাবিনার খেলা প্রথম ম্যাচে কিকস্টার্ট গোলশূন্য ড্র করেছিল ওড়িশা এফসির বিপক্ষে। সোমবার দ্বিতীয় ম্যাচে ৫-১ গোলে হেরেছে হোপস এফসির বিপক্ষে।