ডেস্ক রিপোর্ট
১ নভেম্বর ২০২৩, ১১:৪৮ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে গত মঙ্গলবার এক দিনে সবচেয়ে বেশি স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। কিয়েভ দাবি করে, মস্কো গতকাল ২৪ ঘণ্টায় ১০০টির বেশি স্থাপনায় গোলাবর্ষণ করেছে।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগোর ক্লিমেনকো সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট করেন। সেখানে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় শত্রুপক্ষ ১০টি অঞ্চলে ১১৮টি স্থাপনায় গোলাবর্ষণ করেছে। চলতি বছরে এটি সবচেয়ে বেশি শহর ও গ্রাম হামলার শিকার হওয়ার ঘটনা। ক্লিমেনকো বলেন, এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন নেভাতে প্রায় ১০০ ফায়ারফাইটারের কয়েক ঘণ্টা লেগেছে।
কিয়েভ আরও জানিয়েছে, রাশিয়া একটি বাণিজ্যিক নগর ক্রেমেনচুকে তেল শোধনাগারেও হামলা চালিয়েছে। কিয়েভ ও পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, শীতের আগে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে তাদের আক্রমণ বাড়াবে, যেমনটি গত বছর মস্কো করেছিল।
এদিকে স্থানীয় কর্মকর্তারা জানান, রাতভর হামলায় উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ, খেরসন ও নিপ্রো অঞ্চলে একজন করে নিহত হয়েছেন।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, গতকাল রাতভর তারা ১৮ থেকে ২০টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাশিয়ার সীমান্তবর্তী ব্রায়ানস্ক ও কুরস্ক অঞ্চলে ইউক্রেনের ড্রোন ভূপাতিত করেছে।