ডেস্ক রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ৩০ সেপ্টেম্বর ২০২৪ সংবাদ পত্রে দেওয়া এক বিবৃতিতে আশুলিয়ায় শ্রমিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘদিন যাবত শ্রমিকরা কারখানাগুলোতে তীব্র শোষণ-নির্যাতনের শিকার হচ্ছেন। ট্রেড ইউনিয়নের অধিকার না থাকায় তারা তাদের দাবি উত্থাপন ও পূরণ করতে পারছে না। বহু কারখানায় নতুন মজুরি কাঠামোও বাস্তবায়ন হয়নি। উচ্চ দ্রব্যমূল্যের চাপে বর্তমান মজুরিতে তাদের জীবন চলেনা। ফলে ভয়াবহ সংকটে মানবেতন জীবনযাপন করতে হচ্ছে শ্রমিকদের। শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া না মেনে অতীতের ন্যায় দমন-পীড়ন চালিয়ে শ্রমিকদের বিক্ষুব্ধ করা হচ্ছে। আইন ভংগকারী মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শ্রমিক ছাঁটাই, নির্যাতন করছে, পুলিশ দিয়ে শ্রমিক হত্যা করছে। এতে সংকট নিরসন না হয়ে আরও সংকটনাপন্ন হচ্ছে।
বিবৃতিতে কমরেড ফিরোজ আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শ্রমিকরা জীবন দিলেও বৈষম্য থেকে শ্রমিকদের মুক্তি মিলেনি, ফ্যাসিবাদী হাসিনা সরকারের ধারাবাহিকতায় বর্তমান অন্তর্বর্তী সরকারও শ্রমিকদের দাবি আমলে নিচ্ছে না। শিল্পে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হলে শ্রমিকসহ দ্বিপাক্ষিক/ ত্রিপাক্ষিক আলোচনার মাধ্যমে ন্যায্য দাবি মেনে নিয়ে সমাধান করতে হবে। কোনভাবেই শ্রমিকদের দমন করে, হত্যা করে এই শিল্প রক্ষা করা যাবে না।