ডেস্ক রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২৩, ১১:৩৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) অভিযোগ করে বলেছে, ‘নির্বাচনের নামে নাটক চলছে। এতে আওয়ামী লীগ বনাম দালালদের পাতানো পুতুল খেলা হচ্ছে।’ এই ‘পুতুল খেলার নির্বাচনে’ জনগণ অংশ নেবে না বলে দাবি করেছেন পার্টির নেতারা।
আজ বুধবার রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ের চত্বরে বিক্ষোভ ও প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে তাঁরা এ দাবি করেন।
এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তৃতা করেন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ।
মেজর মিনার বলেন, ‘আওয়ামী লীগ তাঁর দলীয় লোক এবং কিছু দালাল দিয়ে নির্বাচনকে পাতানো পুতুল খেলায় পরিণত করেছে।’
তাজুল ইসলাম বলেন, ‘দলবাজ নির্বাচন কমিশন সরকারের তাঁবেদারি করতে করতে লজ্জা শরম হারিয়ে সভা-সমাবেশ বন্ধের চিঠি দিয়েছে।’
মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘লুটেরা আওয়ামী লীগ বনাম তাদের কেনা দালালের মধ্যে নির্বাচন নাটকের নামে কেন রাষ্ট্রের অর্থের অপচয় করা হবে? পুলিশের কাজকর্ম দেখে মনে হচ্ছে জননিরাপত্তা বিধানের দায়িত্ব ভুলে গেছে। বিরোধীদল দমনই তাদের প্রধান কাজ।’