ডেস্ক রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২৩, ১১:১৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: একতরফা, প্রহসনের ও ভাগাভাগির নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে আগামীকাল দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সফল করার আহবান জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোট।
একতরফা, প্রহসনের ও ভাগাভাগির নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বাম গণতান্ত্রিক জোট ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে আগামীকাল ১৩ ডিসেম্বর ২০২৩ বিকেল ৩:৩০টায় ঢাকার পল্টন মোড়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ-এর সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ আজ ১২ ডিসেম্বর ২০২৩ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে আগামীকাল ১৩ ডিসেম্বর বিকেল ৩:৩০টায় ঢাকার ঢাকার পল্টন মোড়ে অনুষ্ঠিতব্য সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করে সফল করার জন্য জোটের শরীক দলসমূহের নেতা কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের মুক্তিকামী জনতার প্রতি আহ্বান জানিয়েছেন।