ডেস্ক রিপোর্ট

৫ নভেম্বর ২০২৩, ১০:০৬ অপরাহ্ণ

অবরোধ সমর্থনে রাজধানীতে মশাল মিছিল

আপডেট টাইম : নভেম্বর ৫, ২০২৩ ১০:০৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বিএনপির ঘোষিত সারাদেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফলে রাজধানীতে মশাল মিছিল বের করেছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। রোববার সংগঠনের সভাপতি জহিরউদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে মিছিলটি ফকিরাপুল কালভার্ট রোড এর সামনে থেকে শুরু হয়ে ফকিরাপুল পানির ট্যাংকি হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়।

উপস্থিত ছিলো দক্ষিণের সিনিয়র সহ সভাপতি এস এম সায়েম, মনির হোসেন মৃধা, যু্‌গ্ম সম্পাদক দেলোয়ার রিন্টু, মহীউদ্দিন মহী, হাসান আলী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক পলাশসহ থানা ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে বিকেলে একই সংগঠনের নেতাকর্মীরা অবরোধ সমর্থনে শান্তিনগর মোড় এলাকায় মিছিল ও পিকেটিং করেন। মিছিলটি রাজারবাগ পুলিশ লাইনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেন, সরকারের সময় শেষ। এজন্য তারা মরণকামড় দিতে শুরু করেছে। এই যুদ্ধে গণতন্ত্রকামী পক্ষ বিজয়ী হবে। তারা শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যাবেন বলেও প্রতিজ্ঞা করেন।

শেয়ার করুন