ডেস্ক রিপোর্ট

২৭ সেপ্টেম্বর ২০২৩, ৩:৫২ অপরাহ্ণ

অপহরণের পর মুক্তিপণ দাবি, ৩ জনের মৃত্যুদণ্ড

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৭, ২০২৩ ৩:৫২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: রাজবাড়ীতে শিশু রিফাদ অপহরণ মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজবাড়ীর টিএনটি পাড়ার রঞ্জিত কুমারের ছেলে রঞ্জন ওরফে রক্তিম, সজ্জনকান্দার দুলালের ছেলে রাসেল ও চর নারায়ণপুরের আব্দুল মালেকের ছেলে রনি।

রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (ভারপ্রাপ্ত) পিপি শেখ সাইফুল হক বলেন, ২০১৩ সালের ৬ নভেম্বর আসামিরা শিশু রিফাদকে অপরহণ করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দেওয়ায় তারা শিশুটিকে হত্যা করে একটি ট্যাংকির মধ্যে ফেলে দেয়। পড়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত মুক্তিপণ মামলায় তিনজনের ফাঁসির রায় দিয়েছেন।

এর আগে হত্যা মামলায়ও তারা দণ্ডপ্রাপ্ত আসামি। এরমধ্যে দুজন মৃত্যু দণ্ডপ্রাপ্ত।

শেয়ার করুন