ডেস্ক রিপোর্ট

১ আগস্ট ২০২৩, ৬:১৮ অপরাহ্ণ

অনুশীলনে উইলিয়ামসন, খেলতে পারেন বিশ্বকাপে!

আপডেট টাইম : আগস্ট ১, ২০২৩ ৬:১৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: আইপিএল খেলতে গিয়ে চোটে পড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যান কেন উইলিয়ামসন। ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় করাতে হয়েছে অস্ত্রোপচারও। চোট কাটিয়ে ফেরার ক্ষেত্রে সময় লাগবে। যে কারণে ধরেই নেওয়া হয়েছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলা হচ্ছে না কিউই অধিনায়কের।

বিশ্বকাপের বাকি আর মাত্র ২ মাস। উইলিয়ামসন ফিরতে পারবেন কি না সেটা জানা যাবে দ্রুতই। তবে পুনর্বাসন প্রক্রিয়া শেষে স্বস্তির খবর নেটে ব্যাটিং করেছেন তিনি। আজ (১ আগস্ট) নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও ক্লিপ পোস্ট করে লিখেন, ‘কয়েকটি থ্রোয়ের জন্য ব্যাট হাতে নেটে ফিরতে পেরে ভালো লাগছে।’

আইপিএলের গত আসরে গুজরাট টাইটান্সের হয়ে খেলেছিলেন উইলিয়ামসন। তবে উদ্বোধনী ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে ছিটকে যান টুর্নামেন্ট থেকেই। এরপর নিউজিল্যান্ডে ফিরে অস্ত্রোপচার করান তিনি। তখন খবর বের হয়েছিল- বিশ্বকাপ খেলার জন্য ফিট না হলে, মেন্টর হিসেবে দলের সঙ্গে ভারতে যাবেন তিনি।

যদিও গত জুনে জানা যায়, বিশ্বকাপ খেলার ইচ্ছেটা এখনো ছেড়ে দেননি উইলিয়ামসন। আসরের উদ্বোধনী ম্যাচের আগেই ফিট হয়ে উঠার সম্ভাবনা আছে তার। সেই প্রক্রিয়া মেনেই এগোচ্ছেন তিনি।

এক সাক্ষাৎকারে উইলিয়ামসন বলেন, ‘এই মুহূর্তে সপ্তাহ থেকে সপ্তাহ ধরে এগোনোর খুব চেষ্টা করছি। এতো দীর্ঘ মেয়াদী ইনজুরিতে আগে কখনো পড়িনি। তবে অন্যদের সঙ্গে কথা বলে জেনেছি, যাত্রাটা দীর্ঘ হবে তাই খুব বেশি দূরে যদি তাকাই, তাহলে সম্ভবত এটি আমাকে কিছুটা তাড়া করবে।’

‘প্রতি সপ্তাহে ধরে এগোচ্ছি, ছোট ছোট ধাপগুলো পেরিয়ে যাচ্ছি, সেই ছোট্ট জয়গুলোই দারুণ অভিজ্ঞতা এনে দেয়। তবে এটাও জানি যে যাত্রাটা পুরোপুরি মসৃণ হবে না এবং সেই চলার পথে কিছুটা বাধা থাকবেই।’

শেয়ার করুন