ডেস্ক রিপোর্ট

২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৫ অপরাহ্ণ

অক্টোবরের মধ্যে ইউক্রেনের পাল্টা আক্রমণ থামানোর নির্দেশ পুতিনের

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৬, ২০২৩ ১০:৫৫ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর গত জুনে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেনের সেনারা। এই অভিযানের লক্ষ্য ছিল— নিজেদের দখলকৃত স্থানগুলো থেকে রুশ বাহিনীকে হটিয়ে দেওয়া। যদিও ইউক্রেন এই অভিযানে প্রত্যাশা অনুযায়ী সফলতা পায়নি। তবে তারা কিছু জায়গা থেকে রুশ বাহিনীকে সরিয়েও দিয়েছে।

এরমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগুকে নির্দেশ দিয়েছেন— অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে যেন ইউক্রেনের এ পাল্টা আক্রমণ থামানো হয়।

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিষয়ক পর্যবেক্ষক সংস্থা ইনস্টিটিউ অব স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) এক সোমবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তরের একটি সূত্রের বরাতে সংস্থাটি বলেছে, ‘পুতিন সোইগুকে এক মাসের মধ্যে (অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে) সম্মুখভাগের পরিস্থিতি স্থিতিশীল করা, ইউক্রেনের পাল্টা আক্রমণ থামানো এবং বড় শহরে রুশ বাহিনীর পাল্টা আক্রমণ চালানোর সক্ষমতা বাড়ানোর সময় বেঁধে দিয়েছিলেন।’

সংস্থাটি আরও বলেছে, পুতিনের এমন নির্দেশনা ইঙ্গিত করছে, হয়ত সেনাবাহিনীর কমান্ডাররা অধীনস্ত সেনাদের ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে অব্যাহত আক্রমণ চালানোর নির্দেশ দিচ্ছেন। এতে নিজ সেনারা ক্ষয়ক্ষতির শিকার হলেও; বিষয়টিকে পরোয়া করছেন না কমান্ডাররা।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার দাবি করেছে, শুধুমাত্র এ সেপ্টেম্বর মাসেই ইউক্রেনের ১৭ হাজার সেনাকে হত্যা করেছে তারা। তবে তাদের এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন